Present Simple “Be” Verb
01) Subject এর অবস্থা বা অবস্থান বুঝায় (Subject নিজেই কিছু করে বা নিজেই কিছু থাকে।)
Subject + am / is / are + noun/ adjective etc
ফুলটি সুন্দর- The Flower is beautiful.
এই হয় একটি পুকুর- This is a pond.
Past Simple “Be” Verb
02) অতীতে Subject এর অবস্থা বা অবস্থান বুঝায় (Subject অতীতে নিজেই কিছু ছিল বা কোন একটা জায়গায় ছিল।)
Subject + was / were + noun/ adjective etc
ফুলটি সুন্দর ছিল – The Flower was beautiful.
সে হাসপাতলে ছিল – He was in Hospital.
Future Simple “Be” Verb
03) Future এ Subject এর অবস্থা বা অবস্থান বুঝাবে (Subject Future এ নিজেই কিছু হবে বা থাকবে।)
Subject + will be + noun/ adjective etc
ফুলটি সুন্দর হবে – The Flower will be beautiful.
সে হাসপাতলে থাকবে – He will be in Hospital.
Present Simple “Do” Verb
04) বর্তমানে Subject কোন কাজ করে।
Subject + V1 / s / es + noun/ adjective etc
Sh, ch, o, x, s = es
বাকী সব জায়গায় = s
Example: Clothes, Fishes, Goies
সে কাজ করে – He works
সে যায় – He goes.
Past Simple “Do” Verb
05) অতীতে Subject কোন কাজ করেছিল।
Subject + V2 + noun/ adjective etc
সে কাজ করেছিল – He worked
সে গিয়েছিল – He went.
আমি তার সাথে কথা বলেছিলাম- I talked to him.
Future Simple “Do” Verb
06) Subject ভবিষ্যতে কিছু করবে।
Subject + will + V1 + noun/ adjective etc
20সে কাজ করবে- He will work
সে যাবে – He will go.
Present Simple “Have” Verb
07) Subject এর কোন কিছু আছে।
Subject + have / has + noun/ adjective etc
আমার একটি দামী গাড়ী আছে – I have an expensive car.
তার একটি বাড়ি আছে – He has a house.
Past Simple “Have” Verb
08) Subject এর কোন কিছু ছিল অথবা নিজের মালিকানায় ছিল।
Subject + had + noun/ adjective etc
আমার একটি দামী গাড়ী ছিল – I had an expensive car.
তার একটি বাড়ি ছিল – He had a house.
Future Simple “Have” Verb
09) Subject এর কোন কিছু থাকবে (মালিকানায়)।
Subject + will + have + noun/ adjective etc
আমার একটি বাড়ী থাকবে – I will have a house.
তার অনেক টাকা থাকবে – He will have lot of money.
Present Continuous Tense
10) Subject যখন এখনই কাজ করছে।
Subject + am / is / are + verb + ing + object
আমরা ক্লাস করছি – We are doing/ taking/ having class.
ফুল ফুটছে – Flower is blooming
Past Continuous Tense
11) Subject অতীতে কোন কিছু করছিল।
Subject + was/ were + verb + ing + object
I, He, She, It, This, That, Uncountable Noun, Singular Noun = was
বাকী সব কিছুর সাথে = were
পাখিরা উড়ছিল – Birds were flying.
সে কথা বলছিল – He was talking.
Future Continuous Tense
12) Subject ভবিষ্যতে কোন কিছু করতে থাকবে।
Subject + will be + verb + ing + object
আমরা এই বিষয় নিয়ে কথা বলতে থাকবো – We will be descussing with this topic.
সে গান শুনতে থাকবে – He will be listening music.
Present Perfect Tense
13) Subject কোন কিছু করেছে / করা হয়ে গিয়েছে।
Subject + have / has + v3 + noun adjective + etc.
আমরা ইংরেজী শিখেছি – We have learnt English.
সে আমকে কিছু বলেছে – He has shared something with me
14) Past Perfect Tense
Before = Before
After = After
যে Sentence এ Before থাকবে
*** 1st অংশে (had + v3) পরের অংশে Past Simple হবে।
যে Sentence এ After থাকবে
*** 1st অংশে Past Simple পরের অংশে (had + v3) হবে।
ইংরেজী শেখার পরে সে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিল- He learnt english after he had gone abroad for higher education.
*** Another use of past perfect
Before & after যুক্ত 2টা sentence থাকবে।
Before
After
Past Simple
আমি তার সাথে কথা বলার পূর্বে একটি মিটিং এ যোগদান করেছিলাম- Before talking to him, I attend a meeting.
Present Simple
আমি প্রতিদিন সকালে নাস্তা করার পূর্বে একটু খবরের কাগজ পড়ি- Before having breakfast, I am used to reading newspaper for a few times in every morning.
Future Simple
সে অফিসে যাওয়ার পরে এক কাপ কপি খাবে- After going to office, he will have a cup of coffee.
Future Perfect Tense
15) Subject কোন কিছু করে রাখবে।
Subject + will have + v3 + etc.
মা আমার জন্য রান্না করে রাখবে – Mother will have cooked for me.
Present Perfect Continuous Tense
16) অতীতে কাজ শুরু হয়ে এখনো চলছে। / নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে।
Subject + have been / has been + verb1 + ing ………
For == ধরিয়া, যাবৎ
Sinch == হতে, থেকে
আমরা দুই ঘন্টা ধরে মুভি দেখছি – We have been watching movie for two hours.
সে দুই ঘন্টা ধরে মিরপুর থেকে বাসে আসিতেছে – He has been coming from mirpur since two hours by bus.
Past Perfect Continuous Tense
17) অতীতে কাজ শুরু হয়ে লম্বা সময় ধরে শেষ হয়ে গেছে।
Subject + had been + verb1 + ing ………
সে তিন ঘন্টা ধরে পড়ছিল – He had been studying for three hours.
সে সকাল থেকে হাটছিল – He had been walking since morning.
Future Perfect Continuous Tense
18) ভবিষৎতে শুরু হয়ে অনেক সময় ধরে চলতে থাকবে।
Subject + had been + verb1 + ing ………
আমরা কিছু সময় ধরে এখানে আড্ডা দিতে থাকব – We will have been gossiping for some thimes.
Future For Tomorrow
19) ভবিষৎতে কোন কাজ নির্দিষ্ট করা থাকে তাহলে সে Sentence, Present Continuous Tense হবে।
সে আগামীকাল জাপান যাবে – He is going to Japan tomorrow.
Using “Use to”- ( প্রায়, মাঝে মাঝে )
20) Subject + use to + verb1 + object………
আমি তাকে পড়াতাম – I use to teach him.
আমি প্রায় লালমাটিয়া যেতাম- I use to go Lalmatia
Using “Use to”- ( অভ্যস্ত )
21) Subject + am/ is/ are + use to + verb + ing + object………
আমি তাকে পড়াতে অভ্যস্ত – I am use to teaching him.
আমি ঘুমাতে অভ্যস্ত- I am use to sleeping.
22) Introductory There
কোন স্থানে বা কোন জায়গায় আছে বোঝালে Introductory There হয় (কোন Sentence Subject না থাকলে ও Introductory There ব্যবহার হয়)
Introductory There | ||
IsAreWasWere | ||
There +Modal Auxiliaryসবার সাথে ……….? | Will beCan beCould beMay beMust be – অবশ্যইShould be – থাকা উচিত | a / two school / schools in my village. |
OBLIGATIONS
01) কোন বাক্যের শেষে “তে হয়”
Subject + am / is / are + to + verb 1 + etc
(Affirmative, Negative, Integrative, Integrative Negative,
WH affirmative, WH affirmative Negative)
আমাকে কাজ করতে হয় – I am to work.
আমাকে কাজ করতে হয় না – I am not to work.
আমাকে কী কাজ করতে হয় – Am I to work.
আমাকে কী কাজ করতে হয় না – Am I not to work.
আমাকে কী করতে হয় – What am I to do it.
আমাকে কী করতে হয় না – What am i not to do it.
02) কোন বাক্যের শেষে “তে হত”
Subject + was/ were + to + verb 1 + etc
আমাকে কাজ করতে হত – I was to work.
আমাকে কাজ করতে হত না – I was not to work.
আমাকে কী কাজ করতে হত – Was I to work.
আমাকে কী কাজ করতে হত না – Was I not to work.
আমাকে কী করতে হত – What was I to do it.
আমাকে কী করতে হত না – What was I not to do it.
03) কোন বাক্যের শেষে “করার কথা”
Subject + am / is / are +Supposed to + verb 1 + etc
আমার ইংরেজী শেখার কথা – I am supposed to learn English.
তার একটি চাকুরী পাওয়ার কথা না – He is not supposed to get a job.
তোমার কি টাকা ইনকাম করার কথা – Are you supposed to earn taka.
তাদের কী ব্যাংকে যাওয়ার কথা না – Are they not supposed to go to bank.
তাদের কোথায় যাওয়ার কথা – Where are they supposed to go. ?
তাদের কোথায় যাওয়ার কথা না – Where are not they supposed to go ?
04) কোন বাক্যের শেষে “করার কথা ছিল ”
Subject + was / were +Supposed to + verb 1 + etc
আমার ইংরেজী শেখার কথা ছিল – I was supposed to learn English.
আমার ইংরেজী শেখার কথা ছিল না – I was not supposed to learn English.
আমার কি ইংরেজী শেখার কথা ছিল – Was I supposed to learn English.
আমার কি ইংরেজী শেখার কথা ছিল না – Was I not supposed to learn English.
আমার কি শেখার কথা ছিল – What was I supposed to learn?
আমার কি শেখার কথা ছিল না- What was I no supposed to learn ?
05) কোন বাক্যের শেষে “ তে হবে ”
Subject + have to / has to + verb 1 + etc
আমাকে ইংরেজী শিখতে হবে – I have to learn English.
আমাকে ইংরেজী শিখতে হবে না – I have not to learn English.
তাকে কি ইংরেজী শিখতে হবে – Has he to learn English ?
তাকে কি ইংরেজী শিখতে হবে না – Has he not to learn English ?
তাকে কি শিখতে হবে – What he has to learn ?
আমাকে কি শিখতে হবে না- What he has not to learn ?
06) কোন বাক্যের শেষে “ তে হয়েছিল ”
Subject + had to + verb 1 + etc
আমাকে ব্যাংকে যেতে হয়েছিল – I had to go to Bank.
আমাকে ব্যাংকে যেতে হয়েছিল না – I had not to go to Bank.
আমাকে কি ব্যাংকে যেতে হয়েছিল – Had I to go to Bank ?
আমাকে কি ব্যাংকে যেতে হয়েছিল না – Had I not to go to Bank ?
আমাকে কোথায় যেতে হয়েছিল – Where I had to go?
আমাকে কোথায় যেতে হয়েছিল না – Where I had not to go ?
07) কোন বাক্যের শেষে “অবশ্যই করতে / করতেই হবে”
Subject + must have to + verb 1 + etc
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হবে – I must have to go to Bank.
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হবে না – I must have not to go to Bank.
আমাকে কি অবশ্যই ব্যাংকে যেতে হবে – Do I have must have to go to Bank ?
আমাকে কি অবশ্যই ব্যাংকে যেতে হবে না – Do I have not must to go to Bank ?
আমাকে অবশ্যই কোথায় যেতে হবে – Where I must have to go ?
আমাকে অবশ্যই কোথায় যেতে হবে না – Where I must have not to go ?
08) কোন বাক্যের শেষে “অবশ্যই করতে / করতেই হয়েছিল”
Subject + must had to (had got to) + verb 1 + etc
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হয়েছিল – I must had to go to Bank.
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হয়েছিল না – I must had not to go to Bank.
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হয়েছিল – Had I must to go to Bank ?
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হয়েছিল না – Had I must not to go to Bank ?
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হয়েছিল – Where I must had to go ?
আমাকে অবশ্যই ব্যাংকে যেতে হয়েছিল না – Where I must had not to go ?
Active & Passive
01) Simple Passive
Subject + am / is / are / was / were / will be + v3 + etc
আমাকে ডাকা হয়েছে – I am called.
তোমাকে পড়ানো হবে – You will be tought.
আমাদেরকে পড়ানো হত – We were tought.
02) Continuous Passive
বাক্যের শেষে ”হচ্ছে” (বলা হচ্ছে, ডাকা হচ্ছে)
Subject + am / is / are / being + v3 + etc
আমাকে ডাকা হচ্ছে – I am being called.
তোমাকে পড়ানো হচ্ছে – You are being tought.
দুপুরে রান্না করা হচ্ছে – It is being cooked at noon.
03) Past Continuous Passive
বাক্যের শেষে ”হচ্ছিল” থাকলে
Subject + was / were / being + v3 + etc
আমাকে ডাকা হচ্ছিল – I was being called.
তোমাকে পড়ানো হচ্ছিল – You were being tought.
দুপুরে রান্না করা হচ্ছিল – It was being cooked at noon.
আমাকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রন করা হচ্ছিল – I was being invited in their party.
04) Present Perfect Passive
বাক্যের শেষে ”হয়েছে” থাকলে
Subject + have / has / been + v3 + etc
তাকে একটি চাকুরী দেওয়া হয়েছে – He has been given a job
.
Modal Verb
Modal Auxiliary Verb | ||
Subject + | Can- পারিMay- সম্ভবত পারেMight- সম্ভবত পারতোCould- পারতোWould- পারবেMust- অবশ্যই should- উচিত | V1do the work. |
Will Have to / has to- তে হবেHad to- তে হতDare- সাহসUsed to- অভ্যস্তOught to- বাধ্যNeed- প্রয়োজনHad better- বরং ভাল | ||
Note 01: Always V1 হয়। | ||
Note 02: Double modal auxiliary একসাথে use হয় না। semi-modal auxiliary use হয়। | ||
Note 03: Modal auxiliary এর ক্ষেত্রে u এর কোন change হবে না। |
01) Use of CAN
Express ability to do something or know how to do something in the present. (বর্তমানে কোনকিছু করার ক্ষমতা বা কোনকিছু করতে পারা বোঝাতে Can ব্যবহার হয়)
Can সাধারনত বর্তমান ও ভবিষ্যত 100% ability and disability এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
আমি সাতারঁ কাটতে পারি- I can swim.
তুমি কি আমার সাথে এক কাপ কফি খেতে পার- Can you have a cup of coffee with me.
Can = Offer, request, permission এর ক্ষেত্রে informal can use হয় না।
02) Use of MAY
May সাধারণত বর্তমান ভবিষ্যৎ 50% বোঝানোর ক্ষেত্রে Use হয়।
আমি সম্ভবত গণিতের সমাধান পারি- I may solve the Math
আমি সম্ভবত আগামীকাল মার্কেটে যেতে পারি- I may go to the market tomorrow.
May = Offer, request, permission এর ক্ষেত্রে Formally use হয়।
আমি কী তোমাকে একটা প্রশ্ন করতে পারি- May I ask you a question ?
আমি কি এখানে বসতে পারি- May I sit here ?
আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি- May I enter your room ?
03) Use of Might
Might অতীতের 50% Possibility বোঝানোর ক্ষেত্রে Use হয়।
(অতীত নির্দেশক শব্দ থাকবে)
আমি গতকাল সেখানে যেতাম- I might go there yesterday.
অতীত নির্দেশক শব্দ না থাকলে বর্তমান ও ভবিষ্যৎ Might 90% বোঝানোর ক্ষেত্রে Use হয়।
আমি আপনার বাড়িতে যেতে পারি- I might go to your house.
আমি একটি রচনা লিখতে পারি- I might write an essay.
Note 01: Might = Offer, request, permission এর ক্ষেত্রে ব্যবহার হয় না।
Note 02: Might সব Tense ব্যবহার হয়।
04) Use of Could
Could সাধারণত Past এর 100% Posibility বোঝানোর ক্ষেত্রে Use হয় কিন্তু Politeness, Offer, request, permission এর ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যৎ এ ব্যবহার হয়।
Past ability & Disable
যখন সে যুবক ছিল তখন সে খুব জোরে দৌড়াতে পারত- When he was younger he could run fast.
গতকাল আমি তোমার সাথে মার্কেটে যেতে পারতাম- I could go to market yesterday with you
.
Polite Sentences
আমি এই অঞ্চলে নতুন। কোথায় মিরপুর স্টেডিয়াম আমি চিনি না। আপনি কি আমাকে দয়া করে চিনিয়ে দিতে পারবেন।- I am very new comer here. I don’t know where the mirpur stadium is. Could you tell me now how to get it please.
Polite Sentences
আপনি কী আমার সাথে এক কাপ কপি খেতে পারবেন?- Could you have a cup of coffee with me?
05) Use of Would
অতীতে চিন্তা করেছি, ভবিষ্যতে করব, এমন বোঝাতে ব্যবহার হয়।
But Politeness, Offer, request, permission এর ক্ষেত্রে সর্বোচ্চ Formal way তে use হয়।
গতকাল আমি ভেবেছিলাম, আগামীকাল আমি মাংস রান্না করব- Last day I thought, I would cook meat tomorrow.
আপনি কী আমার সাথে এক কাপ কপি খেতে পারবেন?- Would you have a cup of coffee with me?
06) Use of Would like = want
সাধারনত যেখানে আমরা want বলি সেখানে সাধারণত আমরা would like বলতে পারি।
আমি আপনাকে কিছু বলতে চাই- I would like to say something to you.
07) Use of Should
বাক্যের শেষে ”উচিত” থাকলে
Subject + Modal Verb + v1 + etc
তোমার ইংরেজী শেখা উচিত- You should learn english.
তোমার লিয়াকতে যাওয়া উচিত- You should go to Liakat’s.
09) Should have
বাক্যের শেষে ”উচিত ছিল ” থাকলে
Subject + Modal Verb + v3 + etc
তোমার ইংরেজী শেখা উচিত ছিল- You should have learned English.
তোমার লিয়াকতে যাওয়া উচিত ছিল- You should gone to Liakat’s.
10) Modal auxiliary passive
Subject + Modal auxiliary + be + v3 + etc
আমাকে একটি চাকুরী দেওয়া হতে পারে- I can be given a job.
11) Modal auxiliary Continuous
Subject + Modal auxiliary + be + verb + ing + etc
আমি ইংরেজী বলতে পারি- I can be speaking English.
Modal auxiliary Past
কোন কাজ করতে পারত But করেনি। (এক্ষেত্রে অতীত নির্দেশক শব্দ থাকবে না)
Subject + Modal auxiliary + have + v3 + etc
সে তোমাকে সাহায্য করতে পারত, কিন্তু করেনি- He could have helped you but didn’t.
Infinitive & Gerund (to & ing)
সাধারণত কোন Sentence এ একের অধিক verb যোগ করতে হলে 2nd verb এর আগে to অথবা শেষে ing যোগ করে infinitive করতে হয়।
বাংলাতে সাধারণত এট ”ঢ” এর মত অর্থ প্রদান করে।
উদাহরণ= যেতে, খেতে, দেখতে
আমি এখানে ইংরেজি শিখতে এসেছি- I have come here to learn english.
Rules:
01) Sentence এর শুরুতে বসে। (Verb এর Sub হিসেবে)
সাঁতার একটি ভাল ব্যায়াম- Swimming is a good exercise.
02) Verb এর obj হিসেবে বসে (G + I)
সে নদীতে সাঁতার কাটতে চায়- He wants to swim in the river.
03) Preposition এর পরে obj হিসেবে বসে (G)
আমি ঢাকা এসেছি টাকা ইনকার করার জন্য-I have come to Dhaka for earning money.
04) Object এর Complement হিসেবে Use হয়।
যা আমি সব থেকে পছন্দ করি তা হল মাছ ধরা- What I like most is catching fish.
Use of “It takes (সময় লাগে) ”
It takes + Object + time + to + verb1 + etc
আমার হাসপাতালে যেতে দুই ঘন্টা সময় লাগে- It takes me two hours to go hospital.
Use of “How long (কত সময় লাগে) ”
How long + auxiliary + it take + to + verb1 + etc
তোমার হাসপাতালে যেতে কত সময় লাগে- How long does It take you to go to hospital.
তোমার ইংরেজী শিখতে কত সময় লাগে – How long does it take you to learn english.
Causative Verb
এমন একটি Verb যেটা অন্যকে দিয়ে কাজ করায় But Posasive না।
Sub + Causative Verb + agent (যাকে দিয়ে কাজ করায়) + verb1 + etc.
There are 6 Causative Verb are
01) Have – paid 02) Make – force
03) Get to – conveyance 04) Let – allow
05) Ask 06) Find
আমি নাপিতকে দিয়ে চুল কাটাই – I have barbar cut my hair.
“0” Condition
If + Present Simple + , + present simple
If you get a job, do it
2nd Condition
If + Present Simple + , + future simple
তুমি যদি ইংরেজী শিখো তাহলে সবার সাথে যোগাযোগ করতে পারবে- If you learn English, you can communicate all.
3rd Condition
If + Past Simple + , sub + could / might + verb1 + etc.
Real Situation
যদি তারা কক্সবাজার ঘুরতে যেত, তাহলে আমিও যেতাম- If they went to visit coxbazar, I could go with them.
Unreal Situation
যদি আমি পাখি হতাম, আমি উড়ে বেড়াতাম- If I were bird, I could fly.
4th Condition
Sub + Past perfect (had) + , sub + would + verb1 + etc.
Unreal condition
যদি সে ধনী হত, তাহলে সে গরীবদের সাহায্য করত – If he had rich, he would help the poor.
Comparison of Adjective
There are Three type of comparison:
01) Possessive – (Tall) – একের মধ্যে তুলনা / সাধারণ তুলনা
02) Comparative – (Taller) – দুই এর মধ্যে তুলনা
03) Superlative – (Tallest) – সবার মধ্যে তুলনা
Possessive Verb
Sub + Auxiliary + as + possessive form + as + object / sub
এটি দুধের মত খাঁটি- It is as pure as milk
কোন মানুষ নেই তার মত বিখ্যাত- No other man in the country as famous as him.
Note: No other, No few
Comparative Verb
Sub + Auxiliary + comparative form + than + etc.
সে আরিফের থেকে মেধাবী- He is wiser than Arif.
Note: No other than, All other than, Most other than.
Superlative Verb
Sub + Auxiliary + the + Superlative form + Object + etc.
এই ফুলটা সবথেকে বিখ্যাত- This flower is the most famous flower.